পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২০ জুন ২০২২
পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের হয়ে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবার গুঞ্জন উঠেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কোচ হবেন তিনি। সেই গুঞ্জনের অবসান না হলেও জিদান জানিয়েছেন তিনি কোচিং চালিয়ে যাবেন।

রিয়াল মাদ্রিদকে দুই দফায় কোচিং করানো জিদান শেষবার লস ব্ল্যাঙ্কোসদের দায়িত্ব ছাড়ার পর এখনও নতুন কোনো ক্লাবের দায়িত্ব নেননি। মাঝে গুঞ্জন উঠেছিল, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স দলের হেড কোচ হিসেবে তাকে দেখা যাবে।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি। জিদানকে বরং পিএসজিকে কোচিং করানোর পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন উঠেছে পিএসজিতে মারিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে পারেন জিদান।

পিএসজি গুঞ্জনের অবসান না হলেও এর মধ্যেই এক সাক্ষাৎকারে জিদান জানিয়েছেন, তিনি কোচিং চালিয়ে যেতে চান। এমনি কোচিংয়ে তার এখনও অনেক কিছু দেওয়া আছে বলে মত তার।

বলেন, “এখনও কোচ হিসেবে আমার অনেক কিছু দেওয়া আছে। আমি চালিয়ে যেতে চাই। এটা আমার শখ এবং এখনও এ নিয়ে ঘোরের মধ্যে আছি।”

রিয়াল মাদ্রিদকে তিনবার শিরোপা জেতানো জিদান কাজটি কিভাবে করলেন তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে নানা কৌতুহল। সেই কৌতুহল মিটিয়ে জিদান বলেন, “শিরোপা জয়ের পিছনে কোনো জাদু নেই। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এতেই আমরা শিরোপা জিতেছি।”

তবে এই জয়ের কৃতিত্ব শুধু নিজের নয় বরং সবাইকেই দিয়েছেন এই ফরাসি। বলেন, “আমার পক্ষে এটা জেতা সম্ভব ছিল না। আমার চারপাশে যারা ছিল সবাইকেই নিয়েই এই শিরোপা জিতেছি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চাওয়া পিএজসির কোচ হোক জিদান

ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চাওয়া পিএজসির কোচ হোক জিদান

জিদানের ‘ঢুস’ আবারও ফিরছে কাতারে

জিদানের ‘ঢুস’ আবারও ফিরছে কাতারে

একই ক্লাব মাতানো দশ ‘পিতা-পুত্র’

একই ক্লাব মাতানো দশ ‘পিতা-পুত্র’