ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩০ জুন ২০২২
ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

অনেক আশা নিয়ে ইন্টার মিলান থেকে ফর্মের তুঙ্গে থাকা রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছিল ইংলিশ জায়ান্ট চেলসি। তবে সেখানে গিয়ে মাস পাঁচেকের মধ্যেই ফাটল ধরে দুই পক্ষের সম্পর্কে। এরপর থেকেই ইন্টারে ফিরতে মরিয়া ছিলেন লুকাকু। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে ফিরে এসেছেন।

বুধবার (২৯ জুন) রাতে লুকাকুর দল-বদলের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান ও চেলসি। ইন্টার মিলানের বিবৃতিতে লুকাকু জানান দলটিতে ফেরত এসে বেশ উচ্ছ্বসিত তিনি।

লুকাকুকে দলে নিয়ে ইন্টার মিলানের সভাপতি স্টিভেন ঝাং বলেন, “আমি খুব খুশি। বিগ বস ফিরে এসেছে। এটা দেজা ভ্যু-এর মতো, সে আবার এখানে ফিরে এসেছে।”

ইন্টারে ফিরে লুকাকু জানিয়েছেন, ক্লাব ছাড়ার পরও সিমোনে ইনজাগির সাথে যোগাযোগ রেখেছিলেন তিনি। এই মেয়াদে ক্লাবটির হয়ে আরও ভালো কিছু উপহার দিতে পারবো।

তিনি বলেন, “ইন্টার আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি এখন আগের চেয়ে আরও ভালো করার ব্যাপারে আশাবাদী।”

আরও বলেন, “আমি ইংল্যান্ডে যাওয়ার পরও (ইতালিতে) আমার বাড়িটি ছাড়িনি। এতেই পরিষ্কার যে এখানে ফিরে আসতে পেরে আমি কতটা খুশি।”

ইন্টার মিলানের হয়ে আগের মেয়াদে ৯৫ ম্যাচে ৬৪ গোল করেছিলেন। এছাড়াও এই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ১৬ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

ব্যয়বহুল ট্রান্সফার: ব্যর্থ দশ ফুটবলার

দিবালাকে দলে ভেড়ানোর দৌড়ে ইন্টার মিলান ও আর্সেনাল

দিবালাকে দলে ভেড়ানোর দৌড়ে ইন্টার মিলান ও আর্সেনাল

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি