ক্লাব ছাড়ার বিষয়টি ম্যানইউকে জানিয়ে দিলেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ জুলাই ২০২২
ক্লাব ছাড়ার বিষয়টি ম্যানইউকে জানিয়ে দিলেন রোনালদো

২০২১-২২ মৌসুমের আগে হঠাৎই জুভেন্টাস ছেড়ে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগমণেও ঘুরে দাঁড়াতে পারেননি রেড ডেভিলরা। এমনকি যোগ্যতা অর্জন করেনি চ্যাম্পিয়নস লিগে খেলার। 

এরপরেও ধারণা করা হয়েছিল হয়তো ইউনাইটেডের জার্সিতেই দেখা যাবে তাকে। কিন্তু ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর ইউনাইটেড কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ক্লাব ছাড়তে চান তিনি।

জুভেন্টাস থেকে দুই মৌসুমের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তাকে দলে ভেড়াতে হলে দলগুলোকে খরচ করতে হয়ে বড় অঙ্কের অর্থ। এই কারণেই ইউনাইটেডকে রোনালদো জানিয়েছেন, উপযুক্ত প্রস্তাব পেলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়।

রোনালদোর ইউনাইটেড ছাড়ার গুঞ্জনে তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান ক্লাব নাপোলি ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তারকা খেলোয়াড়কে নিজেদের দলে ভেড়ানোর জন্য খ্যাতি থাকা পিএসজি অবশ্য আগ্রহ প্রকাশ করছেন না।

ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, রোনালদোকে দলে নিতে ইতিমধ্যেও এজেন্ট হোর্হে মেন্ডেসের সাথে আলোচনা শুরু করেছেন চেলসির নতুন মালিক টড বোহেলি। এদিকে রোনালদো ম্যানইউ ছাড়লে তার বিকল্প কে হবে তা এখনো কোনো আভাস মেলেনি।

তবে ২০২২-২৩ মৌসুমের আগে বার্সেলোনা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আয়াক্সের লিসান্দ্রো মার্তিনেজ ও ফেইনুর্দ ডিফেন্ডার টায়রেল মালাসিয়ার প্রতি ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছে। তবে শেষ পর্যন্ত কাকে কাকে দলে ভেড়াবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে মেসি: ফার্গুসন বলেছিলেন ‘ভালো করতে পারবে না’

পিএসজিতে মেসি: ফার্গুসন বলেছিলেন ‘ভালো করতে পারবে না’

বার্সেলোনা ছাড়তে চান না, ক্যোমানকে বললেন ইয়ং

বার্সেলোনা ছাড়তে চান না, ক্যোমানকে বললেন ইয়ং

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো

'ভাই' মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর

'ভাই' মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর