ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৪ জুলাই ২০২২
ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ইউরোপিয়ান ফুটবল দীর্ঘ একটা সময় কাটানোর পর দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে আবারও পা পড়েছে চিলির মিডফল্ডার আর্তুরো ভিদাল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গোর হয়ে খেলবেন তিনি। বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে ক্লাবটি।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে দেড় বছরের চুক্তিতে ফ্ল্যামিঙ্গোতে যোগ দিয়েছেন আর্তুরো ভিদাল। ২০২৩ সালে ডিসেম্বর পর্যন্ত থাকবেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ভিদাল ২০০৭ সালে বায়ার্ন লেভারকুসেনের হয়ে নিজের ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সেখানে চার বছর খেলে যোগ দেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবটির পর বায়ার্ন মিউনিখ হয়ে আসেন বার্সেলোনাতে।

কাতালান ক্লাবটির জার্সিতে দুই মৌসুম খেলার পর তার ঠিকানা হয় ইন্টার মিলান। এবার ইউরোপ ছেড়ে ফিরলেন ল্যাতিন ফুটবলে।

ঠিক কি পরিমান বেতনে ব্রাজিলিয়ান ক্লাবটিতে ভিদাল যোগ দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। তবে দেড় বছর থাকার বিষয়টি নিশ্চিত করেছে ফ্ল্যামিঙ্গো।

ব্রাজিলিয়ান সিরি ‘এ’-তে ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ম স্থানে আছে ফ্ল্যামিঙ্গো। চলতি মৌসুমে শিরোপা জেতাটা দলটির জন্য বেশ কষ্টসাধ্য।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু

জুভেন্টাসে ‘শেষ ম্যাচে’ দিবালার চোখে জল

জুভেন্টাসে ‘শেষ ম্যাচে’ দিবালার চোখে জল

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন

গুঞ্জনের অবসান, ইন্টার ছাড়লেন এরিকসেন