রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৩ আগস্ট ২০২২
রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে যেন ব্রাত্য হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিভারপুলের বিপক্ষেও তাকে একাদশে রাখেননি রেড ডেবিল বস এরিক টেন হাগ। তবে মাঠে না থাকলেও খবরের শিরোনামে ঠিকই রয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার

ঘটনা ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচের আগে। দুই দলের খেলোয়াড়রা তখন গা গরমের অনুশীলন করছিলেন। ঠিক একই সময়ে পাশে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের লাইভ প্রোগ্রাম চলছিল, যেখানে উপস্থিত ছিলেন উপস্থাপক ডেভিড জোনসে ও তিন অতিথি-ম্যানইউর সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ও সাবেক অধিনায়ক রয় কিন এবং লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার।

আচমকাই সেখানে উপস্থিত হন রোনালদো। পিছন থেকে গিয়ে হাত মেলান ইউনাইটেডে তার সাবেক সতীর্থ গ্যারি নেভিলের সঙ্গে। এরপর এগিয়ে গিয়ে হাত মেলার আরেক সাবেক সতীর্থ রয় কিনের সঙ্গেও!

অথচ দুইজনের মাঝখানে থাকা লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারের সঙ্গে হাত মেলানো তো দূরের কথা, ফিরেও তাকালেন না। রোনালদোর আচরণ দেখে মনেই হলো না, মাঝে কেউ ছিল। 

লিভারপুলকে হারিয়ে টেন হাগ যুগের প্রথম জয় ইউনাইটেডের

এমনকি ক্যারাঘার মাইক্রোফোন এগিয়ে দিলেও এড়িয়ে যান ইউনাইটেড তারকা। রোনালদো যাওয়ার পর ক্যারাঘার বলেন, ‘আমি পুরো হতভম্ব হয়ে গেছি।’ যদি ইউরোপিয়ান ফুটবলের একনিষ্ট ভক্ত হয়ে থাকেন, তাহলে জানার কথা বিভিন্ন সময়ে রোনালদোর তুখোড় সমালোচনা করে ক্যারাঘার।

এদিকে ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে যেতে চাইলেও কেউই আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে ইউনাইটেডের একাদশেও সুযোগ মিলছে না। আর এমন সময়ে সামনে পেলেন নিজের অন্যতম বড় সমালোচককে।

অনেকেই বলছেন, সাম্প্রতিক মেজাজ খারাপ থাকা রোনালদো আদতে হাত না মিলিয়ে সমালোচনা করার প্রতিশোধ নিয়েছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমেও যথেষ্ট আলোচনা হচ্ছে এটা নিয়ে। 

রোনালদো ফেরার সময় রয় কেন রোনালদকে বলেন, ‘তুমি তো একাদশে নেই? ফেরার সময় রোনালদো বলেন ‘আমি কী করতে পারি?’ কিনের তখন বলেন, ‘দলে জায়গা করে নাও।'

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেন হাগের সমালোচনা মেনে নিতে পারছেন না ক্লপ

টেন হাগের সমালোচনা মেনে নিতে পারছেন না ক্লপ

ইউনাইটেডে থাকা রোনালদোকে চায় পর্তুগালের ক্লাব!

ইউনাইটেডে থাকা রোনালদোকে চায় পর্তুগালের ক্লাব!

নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

সিটিতে সুখে আছি: সিলভা

সিটিতে সুখে আছি: সিলভা