ক্যাসেমিরোর পর অ্যাসেনসিওকে চায় ইউনাইটেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৫ আগস্ট ২০২২
ক্যাসেমিরোর পর অ্যাসেনসিওকে চায় ইউনাইটেড

হুট করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্যাসেমিরো। আগের মৌসুমে একই কাজ করেছিলেন রাফায়েল ভারানে। এবার স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিওর দিকে হাত বাড়িয়েছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

২০২৩ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ আছেন মার্কো অ্যাসেনসিও। বেনজেমা-ভিনিয়াস জুনিয়র-রদ্রিগোদের ভিড়ে খেলার সুযোগ কমই পান এই স্প্যানিয়ার্ড।

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ১২ গোল করা এই ফুটবলারকে দলে নিতে চায় ইউনাইটেড। ইংলিশ বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী অ্যাসেনসিওকে দলে নিতে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ক্লাবটি।

ইতিমধ্যেই অ্যাসেনসিওকে দলে পেতে রিয়াল মাদ্রিদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে তারা। রিয়াল মাদ্রিদ এখনো বিষয়টি নিয়ে ইংলিশ ক্লাবটির সাথে আলোচনা শুরু করেনি।

রিয়াল মাদ্রিদে ম্যাচ খুব বেশি না পাওয়ায় ইংলিশ ক্লাবটিতে যোগ দিতে মুখিয়ে আছেন অ্যাসেনসিও। এখন অপেক্ষা শুধু এই দুই ক্লাবের মধ্যে সমঝোতার।

২০১৬-১৭ মৌসুমের আগে স্প্যানিশ ক্লাব এস্পানিওল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্কো অ্যাসেনসিও। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৩৬ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। এছাড়াও সতীর্থদের করিয়েছেন ২৪ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

কামাভিঙ্গা-চুয়েমেনিদের জন্য সময় চাইলেন আনচেলত্তি

কামাভিঙ্গা-চুয়েমেনিদের জন্য সময় চাইলেন আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি