সেই স্টেডিয়ামটি ভেঙেই ফেলবে ইন্দোনেশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২২
সেই স্টেডিয়ামটি ভেঙেই ফেলবে ইন্দোনেশিয়া

ঘরোয়া একটি ম্যাচ চলাকালীন দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষে পদদলিত হয়ে ১৩৩ জন মানুষের মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ান ফুটবল স্টেডিয়ামটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি পুননির্মাণে ফিফা সহযোগিতা করা আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জোকো উইডোডো।

দুর্ঘটনার দুই সপ্তাহ পর জাকার্তায় উইডোডোর সাথে সাক্ষাৎ করে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী বছর ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১ অক্টোবর পূর্ব জাভার মালাং শহরে কানজুরুহান স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। যেখানে ৪০’রও বেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনাটিকে ফিফা সভপতি ফুটবলের জন্য অন্যতম কালো একটি দিন হিসেবে উল্লেখ করেছেন। ঘরোয়া ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যকার লিগ ম্যাচ শেষে উভয় দলের সমর্থকরা মাঠে প্রবেশ করে।

এ সময় উত্তেজিত জনগণকে আটকাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়। হুড়োহুড়িতে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

উইডোডো বলেছেন, মালাংয়ের কানজুরুহান স্টেডিয়ামটি পুরোপুরি ভেঙে নতুন করে ফিফার মান অনুযায়ী নির্মাণ করা হবে। যেখানে খেলোয়াড় ও সমর্থকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইনফান্তিনো বলেছেন, “আমি ইন্দোনেশিয়ান জনগণের কাছে একটি বিষয় গ্যারান্টি দিতে চাই, ফিফা তোমাদের সবার সাথে আছে। যেকোনো সহযোগিতায় ফিফা ইন্দোনেশিয়ার পাশে আছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন ও ফেডারেশন অব ইন্দোনেশিয়ার পাশাপাশি এখানকার সরকারের সাথে ঘনিষ্টভাবে বিষয়টি দেখছে ফিফা।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান

বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান

ক্ষতিপূরণ পাচ্ছেন বিশ্বকাপে আহত কর্মীরা

ক্ষতিপূরণ পাচ্ছেন বিশ্বকাপে আহত কর্মীরা

রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা

রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা