অবশেষে ম্যানইউ'র ঘরে শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
অবশেষে ম্যানইউ'র ঘরে শিরোপা

শিরোপার স্বাদ ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই কবে শেষবার শিরোপা জিতেছিল তারা সেটা এই দলের অধিকাংশ খেলোয়াড়ই দেখেননি। অপেক্ষার দীর্ঘপ্রহর শেষ হল অবশেষে। ম্যানইউ আবার শিরোপা স্বাদ পেল।

রোববার ওয়েম্বলিতে ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ছয় বছর পর শিরোপা উৎসব করল রেড ডেভিলরা। ৩৩ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন কাসেমিরো। ৩৯ মিনিটে পরের গোলটি আত্মঘাতী।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানইউ বিরতির পর কিছুটা রক্ষানাত্বক হয়ে যায়।নিউক্যাসল দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা করে ঘুরে দাঁড়াতে। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও তারা একটি গোলও পরিশোধ করতে পারেনি।

এই মৌসুমে দুর্দান্ত খেলছিল নিউক্যাসল। তবে আগের ম্যাচে তারা লিভারপুলের বিপক্ষে হেরে বসে। এই ম্যাচে আবার জয়ের ধারায় ফেরার সঙ্গে ৫৪ বছর পর কোনো শিরোপা জয়ের হাতছানি ছিল দলটির। কিন্তু ম্যানইউর সঙ্গেও পেরে উঠলো না তারা।

এদিকে ২০১৬-১৭ মৌসুমে এই দিনেই সাউথ্যাম্পটনকে হারিয়ে প্রতিযোগিতাটিতে সর্বশেষ শিরোপা জিতেছিল রেড ডেভিলরা। ওই মৌসুমেই তারা জিতেছিল ইউরোপা লিগ।কোচ ছিলেন হোসে মিরনহো।

২০৮ সালে মরিনহোর বিদায়ের পর আরও তিনজ কোচ দায়িত্ব নিয়েছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির। কিন্তু কেউই শিরোপার সাফল্য পায়নি। অবশেষে আবার তারা আনন্দে ভাসলো। শিরোপা এনে দিলেন এরিক টেন হাগের দল।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষস্থান অক্ষুণ্ন আর্সেনালের, বড় জয় সিটির

শীর্ষস্থান অক্ষুণ্ন আর্সেনালের, বড় জয় সিটির

বার্সেলোনাকে বিদায় করে দিল ম্যানইউ

বার্সেলোনাকে বিদায় করে দিল ম্যানইউ

কোচের দৃষ্টিতে নেই, অবসর নিলেন সার্জিও রামোস

কোচের দৃষ্টিতে নেই, অবসর নিলেন সার্জিও রামোস

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার

মেসি-এমবাপ্পে-বেনজেমা, কে হচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবলার