বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৩ মার্চ ২০২৩
বার্সার অনূর্ধ্ব-১৯ দলে রোনালদিনহোর ছেলে

সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ছেলেকে অনূর্ধ্ব-১৯ দলে চুক্তিবদ্ধ করেছে বার্সেলোনা। পিতা রোনালদিনহো ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ার ১৫ বছর পর কাতালান ক্লাবটির যুব দলে যোগ দিলেন ১৮ বছর বয়সী ছেলে স্ট্রাইকার হোয়াও মেন্ডেস। কাতালান ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আক্রমণাত্মক প্রতিভা ও দক্ষতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছর পর ২০০৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বার্সেলোনায় যোগ দেন।

কাতালান ক্লাবটির হয়ে তিনি লা লিগার দুটি শিরোপা জয়ের পাশাপাশি ২০০৬ সালে জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এরপর ২০০৮ সালে ইতালীয় ক্লাব এসি মিলানে যোগ দেন রোনালদিনহো।

এদিকে, চুক্তি বাতিলের আগে গত বছরের শেষভাগ পর্যন্ত ব্রাজিলিয় ক্লাব ক্রুজেইরোর যুব দলে প্রশিক্ষণ নিয়েছেন মেন্ডেস। বার্সেলোনার সঙ্গে অনির্দিষ্ট সময়ের চুক্তিতে যাওয়ার আগে বিগত কয়েক সপ্তাহ যাবৎ কাতালান ক্লাবটিতে ট্রায়ালে ছিলেন এ ফরোয়ার্ড।

গত সপ্তাহের শেষ দিকে বার্সেলোনায় প্রক্তন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের ‘কিংস লিগ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪২ বছর বয়সী রোনালদিনহো।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

হেরেও ইতিবাচক রিয়াল, জিতেও খুশি নন বার্সা কোচ

হেরেও ইতিবাচক রিয়াল, জিতেও খুশি নন বার্সা কোচ

বিশ্ব ফুটবলের ‘হল অব ফেমে’ রোনালদিনহো

বিশ্ব ফুটবলের ‘হল অব ফেমে’ রোনালদিনহো

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন