মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

বার্সেলোনা তাকে ছাড়তে চায়নি। কিন্তু বেধেও রাখতে পারেনি। ২০২১ সালে অনেক নাচকীয়তার পরে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। কয়েক বছর ধরে বার্সেলোনাও তেমন কোনো বড় সাফল্য পাচ্ছে না। তবে এবার গুছিয়ে উঠেছে জাভি হার্নান্দেজের দল। লা লিগায় শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে তারা। এ মৌসুমে একাধিক ট্রফি জয়ের সম্ভাবনা তাদের সামনে। এরই মধ্যে তারা একটি ট্রফি ঘরে তুলেছে।

তবে বন্ধু মেসিকে আবার দলে ফেরানোর ইঙ্গিত দিলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেস। একটা সময় দু'জনেই ছিলেন সতীর্থ। তাদের বোঝাপড়া ছিল দারুন। সরাসরি কোনো মন্তব্য না করলেও জানালেন, মেসি ইচ্ছা করলে আবার বার্সাতে ফিরতে পারে।

একটি সাক্ষাৎকারে সাবেক সতীর্থকে নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন জাভি। ৩৫ বছরের স্ট্রাইকার কি আবার স্পেনে ফিরতে পারেন। জাভি বলেন, ‘‘কেন নয়? তবে এখানে আসা নির্ভর করছে মেসির ইচ্ছার উপর। সে কী চায় সেটাই আসল। তার অনুভূতির গুরুত্ব রয়েছে। বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো।"

তিনি বলেন, ‘‘মেসির জন্য আমাদের দরজা সব সময় খোলা। অন্তত যত দিন আমি কোচ থাকব, তত দিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এখন দেখতে হবে মেসি নিজে কি চায়। তার সিদ্ধান্তর উপর সব কিছু নির্ভর করছে, ক্লাবের সিদ্ধান্ত আগে নয়।’’

এদিকে বার্সায় ফেরা নিয়ে অনেকবারই প্রশ্ন হয়েছে। জাভিও তার উত্তর দিয়েছেন। এমনকি বার্সার অন্যরাও এ নিয়ে কথা বলেছেন। তবে মেসির পরবর্তি গন্তব্য কোথায় হবে সেটা ঠিক করবেন মেসিই। পিএসজিতে তার দারুন সময় কাটছে। পরপর দুই ম্যাচে গোল পেয়েছেন। দলকেও জেতাতে বড় ভূমিকা রাখছেন।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

আল নাসেরের হয়ে রোনালদোর প্রথম গোল

আল নাসেরের হয়ে রোনালদোর প্রথম গোল