সৌদিতে মেসির বাবা, তাহলে কি ঘটনা সত্য?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২৩
সৌদিতে মেসির বাবা, তাহলে কি ঘটনা সত্য?

বিশ্বকাপ জয়ী ফুটবল যাদুকর লিওনেল মেসির বাবা জর্জ সৌদি আরব গিয়েছেন। পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ এবং সৌদি থেকে আসা প্রস্তাবের মাঝে মেসির বাবার গমনে আলোচনা নতুন মোড় নিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি রোনালদোর পথেই হাঁটছেন ফুটবল যাদুকর মেসি?

বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সৌদির রিয়াদের রাস্তায় মেসির বাবা জর্জেকে দেখা গিয়েছে। যিনি মেসির এজেন্টও। সঠিক তথ্য না জানা গেলেও সংবাদ মাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সৌদির ক্লাব আল হিলালের কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়েছেন জর্জে।

ইতিমধ্যে মেসিকে প্রায় ২ হাজার কোটি টাকার প্রস্তাবও দিয়েছে আল হিলাল। একখ হাজার কোটি টাকা প্রশ্ন, সেই প্রস্তাবে কি সাড়া দিয়ে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। রোনালদোর পর মেসিও কি আরব দেশে খেলতে যাচ্ছেন?

সৌদি প্রো-লিগে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। আল নাসেরে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো সৌদির ক্লাবে যাওয়ার পর থেকেই মেসিকে নিজেদের ক্লাবে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আল হিলাল। হয়তো সেই প্রচেষ্টায় সফলতার মুখ দেখতে পারে ক্লাবটি। তবে এখনও সব কিছু ঠিক বলা যাচ্ছে না।

এদিকে, পিএসজির নতুন চুক্তিতে সই করেননি মেসি। জল্পনা রয়েছে নেইমার-এমবাপ্পেদের সাথে পিএসজিতে খেলা মেসি খুব বেশি খুশি নন। ফলে সেখান থেকেও সরতে চাইছেন বার্সেলোনার সাবেক এ ফুটবল যাদুকর।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-এমবাপ্পেদের বিদায় করে দিল বায়ার্ন

মেসি-এমবাপ্পেদের বিদায় করে দিল বায়ার্ন

মেসির বাবা ও বার্সা সভাপতির আলোচনা

মেসির বাবা ও বার্সা সভাপতির আলোচনা

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

আর্জেন্টিনার দাপট, কোথাও নেই রোনালদো-নেইমার

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি

দলীয় সিদ্ধান্তে মেসিকে ভোট দিয়েছি, তোপের মুখে আলাবার স্বীকারোক্তি