লিভারপুলের মাঠে পয়েন্ট হারালো আর্সেনাল, উন্মুক্ত শিরোপার লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২৩
লিভারপুলের মাঠে পয়েন্ট হারালো আর্সেনাল, উন্মুক্ত শিরোপার লড়াই

দুই গোলে এগিয়ে থেকেও অ্যানফিল্ডে শেষ পর্যন্ত লিভারপুলের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারালো প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। ম্যাচে এ ড্রয়ে লিগ শিরোপা লড়াই এখন অনেকটাই উন্মুক্ত হয়ে গেল।

মিকেল আর্তেতার দল এখন ম্যানচেস্টার সিটির তুলনায় ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হাতে এক ম্যাচ বেশি রয়েছে। এ মাসের শেষে ইতিহাদ স্টেডিয়ামে গানার্সরা সিটিকে আতিথ্য দিবে।

গ্যাব্রিয়েল মার্টিনেলি ও গ্যাব্রিয়েল জেসুসের প্রথমার্ধের দুই গোলে আর্সেনাল টানা অষ্টম জয়ের পথে ভালোভাবেই এগিয়ে গিয়েছিল। তবে মোহাম্মদ সালাহ ৪২তম মিনিটে গোল করে লিভারপুলকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন।

ম্যাচের ৫৪তম মিনিটে সালাহ পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষের তিন মিনিট আগে রবার্তো ফিরমিনোর গোলে লিভারপুল সমতায় ফিরে। জার্গেন ক্লপের দল এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। গোলরক্ষক অ্যারন রামসডেলের দক্ষতায় আর্সেনাল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে আর্তেতা বলেন, “আমরা ম্যাচটি নিজেদের ভুলেই নষ্ট করেছি। সবচেয়ে বড় শিক্ষা হলো প্রথমার্ধে যা খেলেছি তার কিছুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। প্রতিটি বলে তাদের খেলার সুযোগ করে দিয়েছি। লিভারপুলের মতো বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এভাবে খেললে কোনভাবেই জেতা সম্ভব নয়।”

ম্যাচের বিরতির সময় বিতর্কিত এক ঘটনায় উত্তাপ ছড়ায় অ্যানফিল্ডে। লিভারপুলের স্কটিশ ফুটবলার অ্যান্ডি রবার্টসন অভিযোগ করেন ম্যাচের লাইনসম্যান কন্সট্যানটিন হাজিডাকিস তাকে কনুই দিয়ে গুঁতো দিয়েছেন। অভিযোগটি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।



শেয়ার করুন :