জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভূটানকে ২-০ গোলে পরাজিত করলো বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সোহেল রানার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। এ জয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিও অনেকটাই সেড়ে নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
বুধবার (৪ জুন) ম্যাচের ৬ মিনিটে কর্নার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। ম্যাচের প্রথম কর্নারটি নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কর্নার থেকে দুর্দান্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধরী। এর আগে ২ মিনিটে ডানদিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমণে কাজিম কিরমানির আড়াআড়ি শটে পা ছোঁয়াতে ব্যর্থ হন জামাল।
ম্যাচের ২৯ মিনিটে রাকিবের পাসে ডানদিক থেকে ফাহমিদুলের শট রুখে দেন ভূটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। ফিরতি বলে জামালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বামদিক থেকে বল নিয়ে এগিয়ে যান রাকিব। তাকে ধরতে গোল এরিয়া থেকে জাংপো অনেকটা বেরিয়ে আসলেও সতীর্থ কোন খেলোয়াড়কে খুঁজে পাননি রাকিব।
প্রথমার্ধে আরও একটি দারুণ সুযোগ মিস করে বাংলাদেশ। ৩৫তম মিনিটে ডানদিক থেকে তাজউদ্দিনের পাস থেকে জামাল ও রাকিব মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ৪৪ মিনিটে আবারও তাজউদ্দিনের ডানদিকের ক্রসে ফাহমিদুলের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি। সব মিলিয়ে বলা যায় ভূটানের উপর আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, জামাল ও কাজিমের স্থানে কোচ ক্যাবরেরা মাঠে নামান মো. হৃদয়, শেখ মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। শুরুতেই ফাহমিদুলের ক্রস থেকে বদলি খেলোয়াড় মোরসালিনের শট জাংপো রুখে দেন। তবে পরের মিনিটে আর রক্ষা হয়নি। ডানদিক থেকে রাকিবের শট ভূটানের ডিফেন্ডার ইয়েশি ক্লিয়ার করলে সেই বল পেয়ে যান সোহেল রানা।
প্রথম সুযোগেই জোড়ালো শটে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ কিছুটা নিশ্চিন্তভাবেই ম্যাচের বাকি সময় পার করেছে। কোচ অবশ্য পরবর্তীতে আরও তিনটি পরিবর্তন করেছিল। তবে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভুটানের বদলি খেলোয়াড় জিগমে টবগে গোলের সুযোগ নষ্ট করায় পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।
ভূটানের বিপক্ষে জয়টা অনেকটাই অনুমিত ছিল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভূটানের জাপানীজ কোচ আতুশি নাকামুরা সেটা স্বীকার করে বলেছিলেন হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। পাশাপাশি ভূটানের বিপরীতে বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমের বিষয়টিকেও তিনি কিছুটা সমস্যার বলে উল্লেখ করেছিলেন।