এবার পিএসজি ছাড়লেন লিয়ান্দ্রো পারেদেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৩
এবার পিএসজি ছাড়লেন লিয়ান্দ্রো পারেদেস

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে সবার আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। একই পথ ধরে সৌদি আরবে নেইমার চলে যাওয়ার পর এবার পিএসজি ছাড়লেন লিয়ান্দ্রো পারেদেস। পিএসজি ছেড়ে পুনরায় রোমায় যোগ দিয়েছে তিনি।

সিরি এ লিগ ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে রোমা জানায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মিডফিল্ডার পারেদেস চুক্তিবদ্ধ হয়েছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এ জন্য রোমাকে গুণতে হবে মৌসুম প্রতি ৪ মিলিয়ন ইউরো।

গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য পারেদেস এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোমায় কাটিয়েছেন। সেখান থেকে তাকে জেনিথ সেন্ট পিটার্সবার্গে বিক্রি করা হয়।

ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতে সৌদিতে যাওয়া : নেইমার

২৯ বছর বয়সী এই তারকা ১৬ নম্বর জার্সি পড়ে খেলবেন। যে জার্সিটি পড়ে স্থানীয় দর্শকদের মুগ্ধ করেছিলেন তারই বিশ্বকাপ জয়ী সতীর্থ ডানিয়ালি ডি রোসি।

রোমার সামাজিক মিডিয়া চ্যানেলকে পারেদেস বলেছেন, “তার (রোজি) অনুমতি ছাড়া আমি কখনোই ওই নম্বরটি বেছে নিতাম না। তিনি আমাকে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। যেখানে তিনি বলেছেন, আমি যদি নম্বরটি গ্রহণ করি তাহলে তিনি খুশি হবেন। এটি আমার জন্য সম্মানের বিষয়।”


বিষয়ঃ

শেয়ার করুন :