চাইনিজ সুপার লিগে যাচ্ছেন হামসিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
চাইনিজ সুপার লিগে যাচ্ছেন হামসিক

ফাইল ছবি

চাইনিজ ফুটবল সুপার লিগে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নাপোলি অধিনায়ক হামসিক। ইতালিয়ান ক্লাবটিও তাকে এই সুযোগ করে দিতে চায় বলে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন।

নেপলসে ১১ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে স্লোভাক এই এ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়াতে আলোচনার শেষ পর্যায়ে রয়েছে চাইনিজ সুপার লিগের ক্লাব ডালিয়ান ইফাং। আনচেলত্তি জানিয়েছেন হামসিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ক্যারিয়ারে আরেকটি অভিজ্ঞতা অর্জনের জন্য সে ক্লাবের কাছে আগ্রহ প্রকাশ করেছে।

ইতোমধ্যেই হামসিকের বিষয়ে চাইনিজ ক্লাবটির সাথে নাপোলির আলোচনার বিষয়টিও নিশ্চিত করেছেন আনচেলত্তি।
ইনজুরি কাটিয়ে ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের ফেরার ম্যাচেই শনিবার সিরি-এ লিগে সাম্পদোরিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। এর আগে গত সপ্তাহে এসি মিলানের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে কোপা ইতালিয়া থেকে বিদায় নিয়েছে আনচেলত্তির দল।

২০০৭ সালে ইতালিয়ান ক্লাব ব্রেসিয়া থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন হামসিক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ক্লাবটির হয়ে ৫০০’রও বেশী ম্যাচে অংশ নিয়েছেন। স্লোভাকিয়ার হয়ে ১১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হামসিক গত মৌসুমে নাপোলির কিংবদন্তী সুপারস্টার দিয়েগো ম্যারাডোনাকে টপকে ১২১ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোদের বিপক্ষে খেলবেন না মেসি?

রোনালদোদের বিপক্ষে খেলবেন না মেসি?

হাডার্সফিল্ড টাউনকে পাত্তাই দিলনা হিগুয়াইনরা

হাডার্সফিল্ড টাউনকে পাত্তাই দিলনা হিগুয়াইনরা

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিলের এমারসন

বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিলের এমারসন