নেপালে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ১৬ মার্চ ২০১৯
নেপালে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেেশের নারীরা। বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে আজ (শনিবার) স্থানীয় সময় তিনটায় ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

ইতিহাস তো বটেই জাতীয় দলের কোনো লড়াইয়ে নেপালের বিপক্ষে জয়ের হাসি নেই বাংলাদেশের মেয়েদের। পরিসংখ্যানের পাতায় যা একটু স্বস্তি আছে, তা গত নভেম্বরে অলিম্পিক বাছাইয়ে পিছিয়ে পড়ে করা ড্র নিয়ে। মিয়ানমারের ওই ড্র থেকে অনুপ্রেরণা নিতে চাইছে বাংলাদেশ।

সাফের তিনবারের রানার্সআপ নেপাল এবার শুরু করেছে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে। গতবারের রানার্সআপ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জিতে ২-০ ব্যবধানে। এ ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হবে গোলের ব্যবধানে এগিয়ে থাকা নেপাল। জয় লাগবে বাংলাদেশের।

বাংলাদেশের খুব করে জয় চাওয়ার আছে আরেকটি কারণও। শিরোপাধারী ভারতকে ‘বি’ গ্রুপের সম্ভাব্য সেরা ধরে নিয়ে হিসেব কষছে দল। সেমি-ফাইনালে তাদেরকে এড়াতে হলে নেপাল ম্যাচে তাই জয় চাই বাংলাদেশের।

কোচ গোলাম রব্বানী বলেন, “মেয়েরা ভুটানে দুইটা গত দুটি টুর্নামেন্টে ভরা স্টেডিয়ামে স্থানীয় দর্শকের সামনে সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে চাপ ধরে রেখে খেলেছে এবং জিতেছে। কিছুদিন আগে মিয়ানমারেও একই পরিবেশে খেলেছে। আশা করি মেয়েরা এখানেও মানিয়ে নেবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব। আমরা বাংলাদেশের শক্তি ও দুর্বলতা জানি। কোনো গোল না খেয়ে তাদেরকে হারিয়ে সেমি-ফাইনালে উঠতে চাই।”


শেয়ার করুন :


আরও পড়ুন

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল গেল বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা