হারতে হারতে মান রক্ষা করলো মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০১৯
হারতে হারতে মান রক্ষা করলো মোহামেডান

ফাইল ছবি

টানা তিন হারের হতাশা নিয়ে খেলতে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাব আরেকটি হারের শঙ্কায় পড়েছিল। তবে শেষ দিকের গোলে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে ঐতিহ্যবাহী দলটি।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ ড্র করে মোহামেডান। ১১ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার। মোহামেডানের পয়েন্ট ৬।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে ইউসুকে কাতোর বাড়ানো বল ধরে কোত দি ভোয়ার ফরোয়ার্ড বালো ফামুসা এক ডিফেন্ডারকে কাটিয়ে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কিংসলে চিগোজির হেডে জালের দিকে ছোটা বল ইয়ামুসা কামারা হাত দিয়ে আটকালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নাইজেরিয়ার ফরোয়ার্ড চিগোজিই সফল স্পট কিকে মোহামেডানকে সমতায় ফেরান।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুক্রবার অপর ম্যাচে নোফেল স্পোর্টিংকে ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় মিনিটে হেডে নাইমুর রহমান শাহেদ দলকে এগিয়ে নেওয়ার পর ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাগালান আওয়ালা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

পাঁচ ম্যাচ পর জয়ে ফেরা চট্টগ্রাম আবাহনীর ১১ ম্যাচের পয়েন্ট ১৪। সপ্তম হারের স্বাদ পাওয়া নবাগত নোফেল স্পোর্টিংয়ের পয়েন্ট


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানইউয়ের মাঠে বার্সেলোনার প্রথম জয়

ম্যানইউয়ের মাঠে বার্সেলোনার প্রথম জয়

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

ম্যানইউয়ের বিপক্ষে রক্ত ঝরল মেসির

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফুটবল ম্যাচে সংঘর্ষে ১৪০ সমর্থক গ্রেপ্তার

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা

ফের বাংলাদেশে আসতে পারেন মেসিরা