জেসুসের জোড়া গোলে উড়ে গেল বার্নলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৯
জেসুসের জোড়া গোলে উড়ে গেল বার্নলি

গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে বড় ব্যবধানে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পেল ইংলিশ ক্লাবটি।

মঙ্গলবার দিনগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার সিটি এবং বার্নলি। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে থাকেন সার্জিও আগুয়েরা। সেই সুবাদে কোচ পেপ গার্দিওয়ালা আক্রমণ ভাগে খেলার সুযোগ দেন গ্যাব্রিয়েল জেসুসকে। জেসুসও কোচকে নিরাশ করেননি।

ম্যাচের ২৪ মিনিটেই দলকে এগিয়ে নিয়ে যান জেসুস। ডেভিড সিলভার এগিয়ে দেওয়া বলটিকে নিজের পায়ের ছন্দে বাঁকানো শটে বার্নলির গোলরক্ষক পোপকে ফাঁকি দিয়ে বলটিকে জালে ঢুকিয়ে দেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল দুইটি।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটেই আরেকটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান সিলিকাও তারকা গ্যাব্রিয়েল জেসুস। ৬৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন রদ্রিগো এবং ম্যাচের ৮৭ মিনিটে রিয়াদ মাহরেজ করা গোলে ম্যানচেস্টার সিটি ৪-০ বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যায়।

তবে শেষ মুহূর্তে বার্নলির হয়ে গোল করেও রবার্ট ব্রাডি দলকে হারের কবল থেকে বাঁচাতে পারেনি। আর প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়লেন বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এ জয়ে ম্যানসিটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। একই পয়েন্ট ৩২ থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ৩য় স্থানে রয়েছে লেস্টার সিটি। আর ১৪ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে ১ম স্থানে রয়েছে অপরাজিত লিভারপুল।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশ পাকিস্তান কোচ মিসবাহ

হতাশ পাকিস্তান কোচ মিসবাহ

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

নেপালকে গুঁড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত জয়

সরকারের ওপর নির্ভর পাকিস্তান সফর, বিকল্প ভাবনাতেও বিসিবি

সরকারের ওপর নির্ভর পাকিস্তান সফর, বিকল্প ভাবনাতেও বিসিবি