তিন মাস খেলতে পারবে না টিয়েরনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯
তিন মাস খেলতে পারবে না টিয়েরনে

কাঁধের ইনজুরির কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের লেফট-ব্যাক কিয়েরান টিয়েরনে। গত সোমবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে গানার্সদের ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কটল্যান্ডের এ ডিফেন্ডার ইনজুরিতে আক্রান্ত হন।

এক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে তার কাঁধে অস্ত্রোপচার করা হবে ও পুনর্বাসনের জন্য অন্তত তিন মাস সময় লাগবে।

আগস্টে সেলটিক থেকে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই টিয়ারনি ইনজুরির সাথে লড়াই করে চলেছেন।

হার্নিয়ার অস্ত্রোপচারের কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ২২ বছর বয়সী এ ডিফেন্ডারের গানার্স জার্সি গায়ে অভিষেক হয়নি। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র পাঁচটি ম্যাচে মূল একাদশে খেলেছেন।

ইনজুরির কারণে এখন জানুয়ারিতে স্কটল্যান্ডের হয়ে ২০২০ ইউরো প্লে-অফেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন লাভেজ্জি

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন লাভেজ্জি

২০২২ পর্যন্ত লিভারপুলে থাকছেন মিলনার

২০২২ পর্যন্ত লিভারপুলে থাকছেন মিলনার

শেষ মুহূর্তের দুই গোলে সেরা ৩২-এ আর্সেনাল

শেষ মুহূর্তের দুই গোলে সেরা ৩২-এ আর্সেনাল