বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০
বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ ফুটবল দলকে ১ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।

রাজধানীর একটি হোটেল ফুটবলারদের নিয়ে মধ্যাহ্নভোজ শেষে ফুটবলারদের উৎসাহ বাড়াতে মোটা অংকের এ পুরস্কারের ঘোষণা দেন তিনি। তবে ফাইনালে হারলেও পুরস্কার থাকছে বাংলাদেশের জন্য। রানার্স-আপ হলে ৫০ হাজার ডলার দেওয়া হবে।

সালাউদ্দিন বলেন, চ্যাম্পিয়ন হলে দলের জন্য ১ লাখ ডলার এবং রানার্স-আপ হলে ৫০ হাজার ডলার দেওয়া হবে। তাদের সঙ্গে কথা বলে আমি যেটা দেখলাম, ভালো করার জন্য ছেলেরা উজ্জীবিত। সেটা শারীরিক ও মানসিকভাবে।

বুধবার (১৫ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। গত বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে এ ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এবার ফিলিস্তিন ছাড়াও ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অন্য দলগুলো হলো- মরিসাস, বুরুন্ডি ও সিসেলস।


শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ