করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০২ মে ২০২০
করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

ফাইল ছবি

করোনার থাবায় পড়ে ক্রীড়াবিদদের আক্রান্ত হওয়ার তালিকাটা ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। মাঠে ফুটবল ফেরাতে যখন আপ্র্রাণ চেষ্টা করছে জার্মান লিগ কর্তৃপক্ষ, তখনই করোনায় আক্রান্ত হলেন জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার ক্লাব কোলনের তিন খেলোয়াড় আক্রান্ত। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোলন ক্লাব কর্তৃপক্ষ।

বেশ কিছুদিন ধরেই মাঠে খেলা ফেরাতে আপ্র্রাণ চেষ্টা করছে জার্মান লিগ কর্তৃপক্ষ। আর তখনই করোনায় তিন খেলোয়াড় আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এমন খবরে পুনরায় খেলা মাঠে গড়ানোর পরিকল্পনায় ধাক্কা হয়ে আসলেও আশাহীন হচ্ছে না লিগ কর্তৃপক্ষ।

কোলনের দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, অন্যান্য স্টাফদের বৃহস্পতিবার কভিড-১৯ টেস্ট করানো হয়। তাতে তিনজনের টেস্ট পজিটিভ এসেছে। এই পরীক্ষার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পজিটিভ আসা তিনজনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গোপনীয়তার স্বার্থে তাদের নাম উল্লেখ করেনি কোলন।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, পুনরায় খেলায় ফিরতে প্রস্তুতির জন্য অনুশীলনের ফেরার পরিকল্পনা করছিল তারা। লিগ কর্তৃপক্ষের স্বাস্থ্য নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ফের করোনা টেস্ট করা হবে তাদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি, কপাল পুড়লো লিঁও’র