অনুশীলনে ফিরলো ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৯ মে ২০২০
অনুশীলনে ফিরলো ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

ফাইল ছবি

করোনার কারণে মাঝে মার্চ থেকে ব্রাজিলের সব ধরনের ক্রীড়া আসর বন্ধ রয়েছে। করোনার পর নিজেদের ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথমবারের মত রিও ডি জেনিরোতে অনুশীলনে ফিরেছে ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাব ফ্লামেঙ্গো।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ফিটনেস টেস্টের পাশাপাশি সব ধরনের ট্রেনিংয়েই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি আইন কঠোর ভাবে মানা হচ্ছে। এছাড়াও খেলোয়াড় ও অফিসিয়ালদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে রিও জানিয়েছিল ফ্লামেঙ্গোর মূল দলের তিনজন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯’র অস্বিত্ব ধরা পড়েছে। এছাড়া খেলোয়াড়দের বাইরে ক্লাবেরও আরও ৩৫ জনও আক্রান্ত হয়েছে। মাসের শুরুতে ক্লাবের দীর্ঘদিনের এক কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনার কারণে মাঝে মার্চ থেকে ব্রাজিলের সব ধরনের ক্রীড়া আসর বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অল্প কয়েকটি ক্লাব তাদের খেলোয়াড়দের অনুশীলনে ফিরিয়েছেন। যদিও মৌসুম পুনরায় শুরু হওয়ার এখনও কোন ঘোষণা আসেনি।

সোমবার (১৮ মে) নতুন করে ব্রাজিলে ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার ২২০ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর আক্রান্তের দিক থেকে এটা তৃতীয় সর্বোচ্চ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার সিটিতে বাড়ছে ডেভিড সিলভার চুক্তি

ম্যানচেস্টার সিটিতে বাড়ছে ডেভিড সিলভার চুক্তি

বাতিল হলো স্কটিশ প্রিমিয়ারশিপ, চ্যাম্পিয়ন সেল্টিক

বাতিল হলো স্কটিশ প্রিমিয়ারশিপ, চ্যাম্পিয়ন সেল্টিক

জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালো বায়ার্ন

জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালো বায়ার্ন

দলগত অনুশীলনে নামছে সিরি-এ’র ক্লাবগুলো

দলগত অনুশীলনে নামছে সিরি-এ’র ক্লাবগুলো