নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল’ টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পঞ্চগড় জেলা ক্রীড়াসংস্থাকে হারিয়ে এ শিরোপা লাভ করে বাংলাদেশ আনসার।

সোমবার (২০ ফেব্রুয়ারি) যশোর জেলার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩০-১৯ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়াসংস্থাকে হারিয়ে শিরোপা লাভ করেছে। ম্যাচের প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আনসারের ১০ নম্বর জার্সীধারী আলপনা আক্তার। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফাইনালের আগে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে আনসার ২৭-৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং দ্বিতীয় সেমিতে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩২-১০ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীনতা দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

স্বাধীনতা দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

শর্টস পরায় নরওয়ে নারী হ্যান্ডবল দলকে জরিমানা

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সৌদি আরব

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সৌদি আরব