জন্মদিনে পার্টি করে ‘শাস্তি’ ভোগ করছেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ২৫ আগস্ট ২০২০
জন্মদিনে পার্টি করে ‘শাস্তি’ ভোগ করছেন বোল্ট

নিজের ৩৪তম জন্মদিনে শনিবার (২১ আগস্ট) পার্টির আয়োজন করেছিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মাঝে এমন পার্টি করায় এবার খেসারত দিচ্ছেন তিনি।

জন্মদিনের পার্টি করার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উসাইন বোল্ট। যদিও তার শরীরে করোনার কোন উপসর্গ নেই।

সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নিজ উদ্যোগে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন বোল্ট এবং বাসায় কোয়ারেন্টিনে অবস্থান করছেন। যেখানে পরিবার কিংবা বন্ধুদের প্রবেশের অনুমতি নেই।

এ বিষয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, ‘সোশ্যাল মিডিয়া বলছে, আমি করোনায় আক্রান্ত। শনিবার পরীক্ষা করেছি। শারীরিকভাবে সুস্থ রয়েছি। করোনার কোন লক্ষণ নেই। তবুও একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এ সময়ে আমার বন্ধুদের থেকে দূরে, নিভৃতবাসে থাকা উচিত। আমি সেটাই করছি।’

এদিকে জন্মদিনের ভিডিওতে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রচুর অতিথি নাচগানে মত্ত ছিলেন।তাদের সঙ্গে বোল্টও পা মিলিয়েছেন। পার্টিতে ক্রিস গেইল, ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার রাহিম স্টার্লিংয়ের মতোও তারকারা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসে মাঝে এভাবে জন্মদিন সেলিব্রেট করায় বোল্টের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। এরপরই বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গোল মিসের প্রায়শ্চিত্ত করতেই যেন নেইমারের চোখে জল

গোল মিসের প্রায়শ্চিত্ত করতেই যেন নেইমারের চোখে জল

করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

আইসিসির হল অব ফেমে আব্বাস-ক্যালিস-লিসা

আইসিসির হল অব ফেমে আব্বাস-ক্যালিস-লিসা

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার