ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নেবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “সরকারে থেকে কারোই নির্বাচন করা উচিত নয়। হয়ত পরিচিতির কারণে আমার (আসিফ) ও তথ্য উপদেষ্টা মাহফুজের কথা বেশি আসছে। তবে বর্তমান সরকারে আরও অনেকে আছেন, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা আছে। তারাও ভোট করলেও তফসিলের আগে পদত্যাগ করা উচিত।”
উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে কোন দলের ব্যানারে প্রার্থী হবেন সে তথ্য জানাননি আসিফ মাহমুদ। ছাত্র আন্দোলনের পর গঠিত রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেবেন কি-না, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “এনসিপিতেই যোগ দেব -এটা ধরে নেওয়া উচিত হবে না। এটা পরে বিবেচনা করবো।” এছাড়া নিজ এলাকা কুমিল্লা থেকে নির্বাচন করবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “সেই বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”