কমনওয়েলথ গেমস : ৫০ মিটার সাঁতারে ষষ্ঠ নবাবগঞ্জের নাহিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৫ এপ্রিল ২০১৮
কমনওয়েলথ গেমস : ৫০ মিটার সাঁতারে ষষ্ঠ নবাবগঞ্জের নাহিদ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মো. মাহামুদুন্নবী নাহিদ। বৃহস্পতিবার পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে তিন নম্বর হিটে অংশ নিয়ে ৮ জনের মধ্যে ৬ষ্ঠ স্থান লাভ করেছেন চাপাই নবাবগঞ্জের এ সাঁতারু।

গোলকোস্টের অপটাস একুয়েটিক সেন্টারে অনুষ্ঠিত হিটে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেন জিব্রাল্টার দুই সাঁতারু ম্যাট সেভিজ ও জেমস স্যান্ডেরসনকে। তবে ৫০ মিটার থেকে বাদ পড়েছেন তিনি।

এ হিটে প্রথম হয়েছেন কেনিয়ার স্টেভেন মাইনা। তিনি সময় নিয়েছেন ২৬.০২ সেকেন্ড। ২৬.১১ সেকেন্ড সময় নিয়ে ২য় হয়েছেন মোজাম্বিকের ইরিকো চুনা । হিটে অংশ নেয়া সাঁতারুদের মধ্য থেকে সর্বোচ্চ টাইমিং করা ১৬ সাাঁতারু পরের পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আগামী ৮ এপ্রিল নাহিদ অংশ নেবেন পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে। চার নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

জমকালো অনুষ্ঠানে শুরু হলো কমনওয়েলথ গেমস

জমকালো অনুষ্ঠানে শুরু হলো কমনওয়েলথ গেমস

মহিলা হ্যান্ডবলে ৩য় বাংলাদেশ

মহিলা হ্যান্ডবলে ৩য় বাংলাদেশ

কমনওয়েলথ গেমসের ইতিহাস জানেন কি?

কমনওয়েলথ গেমসের ইতিহাস জানেন কি?

স্মিথের ক্রীড়া সামগ্রী ফেলে দিলেন বাবা

স্মিথের ক্রীড়া সামগ্রী ফেলে দিলেন বাবা