কমনওয়েলথ গেমসের ইতিহাস জানেন কি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৩ এপ্রিল ২০১৮
কমনওয়েলথ গেমসের ইতিহাস জানেন কি?

প্রতি চার বছর পর পর আয়োজিত কমনওয়েলথ গেমস এই নিয়ে সর্বাধিক ৫ম বারের মত আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া । ১৯৩৮ সালে সিডনি শহর গেমসটি আয়োজন করার পর ১৯৬২ সালে পার্থ, ১৯৮২ সালে ব্রিসবেন ও ২০০৬ সালে মেলবোর্ন শহরে আয়োজিত হয়েছে কমনওয়েলত গেমস। তবে অস্ট্রেলিয়ার কোন আঞ্চলিক শহরের উদ্যোগে এই প্রথম আয়োজিত হচ্ছে গেমসটি।

১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে এককালের ব্রিটিশ রাজ্যভুক্ত ১১টি দেশের অংশগ্রহণে আয়োজন করা হয়েছির কমনওয়েলথ গেমসের। যেখানে অংশ নেয় ৪০০অ্যাথলেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে গেমসটি আয়োজিত হয়নি। এরপর থেকে ফের নিয়মিত সেটি আয়োজিত হয়ে আসছে।

প্রথম এই কমনওয়েলথ গেমস আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক। এর পরিচালনায় ছিলেন মেলভিল মার্কস (ববি ) রবসন। তিনিই বাস্তবতার নিরিখে বুঝিয়ে আলোচনার মাধ্যমে কমনওয়েলথ ভুক্ত জাতিকে একীভুক্ত করেছেন। যা গত তিন দশক ধরে বিরাজমান রয়েছে।

কমনওয়েলথ গেমসের অন্তর্নিহিত অর্থ শুধুমাত্র খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে কমনওয়েলথভুক্ত পরিবারের সদস্যদের মধ্যে। এর মধ্যে রয়েছে মানবতার জয়গান।


শেয়ার করুন :


আরও পড়ুন

পর্দা উঠছে ২১তম কমনওয়েলথ গেমসের

পর্দা উঠছে ২১তম কমনওয়েলথ গেমসের

ওয়ার্নারকে সাহস দিয়ে মোস্তাফিজের টুইট

ওয়ার্নারকে সাহস দিয়ে মোস্তাফিজের টুইট

অ্যাথলেটদের রুমে সিরিঞ্জের সুঁই, তদন্তের কাঠগড়ায় ভারত

অ্যাথলেটদের রুমে সিরিঞ্জের সুঁই, তদন্তের কাঠগড়ায় ভারত

ইনস্টাগ্রাম সেলিব্রিটি কিংবদন্তি ফুটবলারের মেয়ে

ইনস্টাগ্রাম সেলিব্রিটি কিংবদন্তি ফুটবলারের মেয়ে