ইসলামিক সলিডারিটি গেমসের ফাইনালে বাংলাদেশের কাদের-সাঈদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ১১ আগস্ট ২০২২
ইসলামিক সলিডারিটি গেমসের ফাইনালে বাংলাদেশের কাদের-সাঈদ

সংগ্রহীত

তুরস্কে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে ভলটিং টেবিলের ফাইনালে উঠেছেন  বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাঈদ। শুক্রবার (১২ আগস্ট) পদক জয়ের লড়াইয়ে নামবেন তারা।

কমনওয়েলথ গেমসে কোনো আশা না থাকলেও ইসলামিক সলিডারিটি গেমসে মৃদু প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে সেটা অবশ্যই ফাইনালে ওঠা বা পদক জেতার মতো বড় ছিল না। 

তবে আজ দারুণ দক্ষতা দেখিয়ে ফাইনালে উঠে চমক দেখিয়েছেন কাদের ও সাইদ। নিউজিল্যান্ড প্রবাসি এই দুই জিমন্যাস্টের জন্যই এখন পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের।  

১২.৯৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে কাদের ও  ১২.১৭৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়ে সাইদ ফাইনাল উঠেছেন। চলমান আসরে দলগত বিভাগে ১২ দলের মধ্যে এর আগে ষষ্ট হয়েছে বাংলাদেশ। 

ফাইনালে উঠেও পদক বঞ্চিত বাংলাদেশের ইমরানুর

একদিন আগেই ১০০ মিটারের ফাইনালে উঠে চমক সৃষ্টি করেছিলেন ইমরানুর রহমান। যদিও ফাইনালে আর পদক জেতা হয়নি তার। তবে বাংলাদেশকে আবার পদক জেতার আশা দেখাচ্ছেন কাদের ও সাইদ। 

এদিকে টেবিলে টেনিসে দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশের পুরুষ টেবিল টেনিস দল। যদিও পদক জেতার সম্ভবনা কম, তবু আশায় আছেন সবাই। এই বিভাগে বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ

 স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

বিতর্কিত চুক্তি নিয়ে যুক্তি দিয়েছেন সাকিব, মানছে না বিসিবি

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে ১০ শ্রীলঙ্কান উধাও

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল

পপুলাস আর্কিটেকচারের হাতে শেখ হাসিনা স্টেডিয়াম

পপুলাস আর্কিটেকচারের হাতে শেখ হাসিনা স্টেডিয়াম