বালজিং ডিস্কে আক্রান্ত কোহলির স্ত্রী আনুষ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
বালজিং ডিস্কে আক্রান্ত কোহলির স্ত্রী আনুষ্কা

বলিউডে নায়ক নায়িকাদের জটিল রোগের আক্রান্ত হওয়ার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা।

অদ্ভুত এ রোগের কারণে দিন দিন আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে আনুষ্কার। কিন্তু রোগটা কী, তা জানেন?

বলিউড সূত্রের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার এ খবরে জানানো হয়েছে, ‘বালজিং ডিস্কে’ ভুগছেন আনুষ্কা। সাধারণভাবে একে স্লিপ ডিস্ক বলা হয়। এই মুহূর্তে আনুষ্কাকে নাকি সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এদিকে সামনেই মুক্তি পেতে চলেছে আনুষ্কার নতুন ছবি ‘সুই ধাগা’। তার প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত কোহলির স্ত্রী আনুষ্কা। ফলে একেবারেই বিশ্রাম নিতে পারছেন না তিনি।

বালজিং ডিস্ক কী? চিকিৎসকদের মতে, এই রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নীচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।

যদিও এ রোগের বিষয়ে আনুষ্কা বা বিরাট কোহলি কেউই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু আনুষ্কার এ সমস্যার কথা বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলের সদস্যরা জানেন। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনুরাগীরাও।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহালিদের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

কোহালিদের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

ড্রাইভিং লাইসেন্স না থাকায় পিকের ৬ মাসের জেল

ড্রাইভিং লাইসেন্স না থাকায় পিকের ৬ মাসের জেল