বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার হবে সাফ ফুটবলের খেলা

ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

সাত দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, নেপাল ও পাকিস্থান। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান এবং সন্ধ্যা ৭টায় দিনে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি সাতবার শিরোপা জিতেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। এদিকে এ টুর্নামেন্টের খেলা সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

বাসসের এক সংবাদে জানানো হয়েছে, এ উপলক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর তদারকী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত।

এ সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করা হবে কিনা? এ বিষয়ে বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করবো। এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করবো।’

২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত একবারই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক, কখনো আর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। শুধু দেড় দশকের ট্রফি শূন্যতাই নয়, সাফে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থাও খুব বেশি ভালো নয়। সর্বশেষ তিন আসরের কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

সিটির অনুশীলনে হাঁটুর ইনজুরিতে ডি ব্রুয়েনে

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ফিফার শীর্ষ দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন

ক্রোয়েশিয়ার গোলরক্ষকও বিদায় বললেন

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

বাংলাদেশের প্রতি ম্যাচেই নতুন অধিনায়ক

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

রোনারদোর পুত্রের চার গোল

রোনারদোর পুত্রের চার গোল

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো

রিয়ালের হ্যাট্টিক জয়ের দিনে ধাক্কা খেল অ্যাথলেটিকো

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

অবশেষে বাল্যকালের স্বপ্ন পূরণ করলেন বোল্ট

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ