বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবালসহ ১৬ জন। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের দিন বিসিবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রত্যাহারের নিদ্ধান্ত জানান তারা।
১৫টি ক্লাবের কাউন্সিলারশীপ আদালতের মাধ্যমে স্থগিত হওয়া প্রার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাহারের পর হতাশা প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধও হন তামিম ইকবাল।
তাৎক্ষণিক প্রত্রিক্রিয়ায় তামিম ইকবাল বলেন, “আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে। আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিংবন্ধ করেন।”
বিসিবি নির্বাচনকে ঘিরে চরম স্বেচ্ছাচারিতা এবং নোংরামি হচ্ছে বলে মনে তামিম ইকবাল। তিনি বলেন, “এর চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না। যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।”
শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার বিষয়ে তামিম ইকবাল বলেন, “স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই মনোনয়ন প্রত্যাহার আমাদের। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।”
বিসিবির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করার তালিকা
১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।
