বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন, ১৭ আসনে লড়বে ২৭ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০১ অক্টোবর ২০২৫
বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন, ১৭ আসনে লড়বে ২৭ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে চার বিভাগ থেকে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাকি ১৭টি পরিচালক পদের বিপরীতে তিন ক্যাটাগরীতে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে সকালে তামিম ইকবাল-সহ ক্লাব এবং বিভাগ পর্যায় থেকে মোট ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, আসনের সমান প্রার্থী থাকায় চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। চারটি বিভাগ থেকে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী এবং আসিফ আকব; খুলনা বিভাগ থেকে খান আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান; সিলেট বিভাগ থেকে রাহাত সামস এবং বরিশাল বিভাগ থেকে মো. সাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আসনের চেয়ে বেশি প্রার্থী থাকায় ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন বিভাগ থেকে ৪টি পরিচালক পদে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিভাগে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়া বাকি দুইজন প্রার্থী হলেন- নাজমুল আবেদীন ফাহিম এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

রাজশাহী বিভাগ থেকে হাসিবুল আলম, মুহাম্মদ মুখলেসুর রহমান এবং এসএম শামস মতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া রংপুর বিভাগ থেকে মো. হাসানুজ্জামান, মো. রেহাতুল ইসলাম খোকা এবং মো. নূর-এ-শাহাদাৎ স্বজন নির্বাচন করবেন।

ক্লাব ক্রিকেটে তামিম ইকবালসহ বিএনপিপন্থিদের সরে দাঁড়ানোর পর ক্যাটাগরি-২ এর ১২টি আসনের বিপরীতে এখন ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে একটি আসনের বিপরীতের রয়েছেন দুইজন।

নির্বাচন কমিশনের এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে মনোনয়ন সংক্রান্ত সকল কার্যক্রম শেষ হলো। তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই দিন সভাপতি এবং সহ-সভাপতিও নির্বাচন করা হবে। যদিও তামিম ইকবাল সরে যাওয়ার পর সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের সাথে আর কোন প্রতিদ্বন্দ্বি থাকলো না।



শেয়ার করুন :