এশিয়া কাপ ফাইনালে বেটিং চক্রের ৪ সদস্য আটক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৩ অক্টোবর ২০১৮
এশিয়া কাপ ফাইনালে বেটিং চক্রের ৪ সদস্য আটক

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন সময়ে বেটিং-এ অংশ নেওয়ার অভিযোগে ভারতের দিল্লি থেকে আটক করা হয়েছে চার যুবককে। দক্ষিণ-পূর্ব দিল্লির লাজপথ নগর এলাকা থেকে তাদের আটক করে দিল্লি পুলিশ।

অভিযুক্তরা হলেন হরিশ কুমার (৩৫), হরবিন্দর সিং (৩৪), সন্দীপ কুমার (৩৩) এবং নবীন কুমার (৩১)।

মঙ্গলবার দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণপূর্ব) চিন্ময় বিশাল জানান ‘গত শুক্রবার ও শনিবার রাতের মধ্যবর্তী সময়ে লাজপথ নগর এলাকায় একটি বেটিং চক্র চালানোর খবর আসে। রাত একটার দিকে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে এশিয়া কাপ ফাইনালের ম্যাচ চলছে তখন লাজপথ নগর-২ এলাকায় সি-৯৩ ভবনের তৃতীয় তলায় পুলিশ অভিযান চালায়।’ এর পর সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে বেটিং-এ অংশ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।’

চিন্ময় বিশাল আরও জানান ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই জানা গেছে যে-তারা প্রত্যেকেই একে অপরের পরিচিত। তারা সকলেই সম্পত্তি, নির্মাণ ব্যবসার সাথে যুক্ত। কিন্তু সাম্প্রতিককালে ব্যবসায় মন্দ যাওয়ার কারণে দ্রুত অর্থ উপার্জনের কারণেই তারা জুয়ার সাথে জড়িয়ে পড়েন এবং ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে বেটিং-এ অংশ নেয়।’

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, একটি ক্যালকুলেট, একটি রেজিস্টার ও কিছু নোটবুক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রুদ্ধশ্বাস ওই ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারায় ভারত। ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ২২২ রান। জবাবে সাত উইকেটে ২২৩ রান করে ম্যাচ জিতে নেয় ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

এপিএল খেলতে দুবাই গেলেন তাসকিন

এপিএল খেলতে দুবাই গেলেন তাসকিন

পাইলট হওয়ার লক্ষ্যে ক্রিকেটকে বিদায় জানালেন কার্টার

পাইলট হওয়ার লক্ষ্যে ক্রিকেটকে বিদায় জানালেন কার্টার

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট

‘নুপূর এখন আমার স্ত্রী, রোববার থেকে তোমার স্ত্রী’

‘নুপূর এখন আমার স্ত্রী, রোববার থেকে তোমার স্ত্রী’