কোহলির তীব্র নিন্দা, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চান গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
কোহলির তীব্র নিন্দা, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চান গম্ভীর

জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গী হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারত। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিবীদ, সরকারি আমলা-কর্মকর্তা এমনকি খেলোয়াড়রাও ক্ষোভ প্রকাশ করছেন।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। ভারতের ক্রিকেদ দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তো পাকিস্তানের সঙ্গে ভারতের এত টেবিলে না বলে যুদ্ধ করার ঘোষণাই দিয়ে দিয়েছেন!

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লেখেন, ‌‘আমি পুলওয়ামার এই জঙ্গি হামলার ঘটনার কথা শোনার পর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছি। নিন্দার কোনও ভাষা নেই। যে সকল সেনারা শহীদ হলেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি আমি।’

স্মরণকালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর সবথেকে ভয়াবহ আক্রমণের ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফের বাসে ভয়াবহ এ হামলায় প্রায় ৪০ জন সেনা শহীদ হয়েছেন। ভয়াবহ ওই হামলার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালের উরিতে হামলার পর আর এত ভয়াবহ জঙ্গি হামলা দেখেনি ভারত। 

টুইটারে ক্ষুব্ধ গম্ভীর লেখেন, ‘কথা বলা যাক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। কথা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই কথা টেবিলে নয়। বরং হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে আর নয়।’

বিরাট কোহলি ও গম্ভীর ছাড়াও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় দলের বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার

আমার পুরো জগতটাই দু’জন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা : সাকিব

আমার পুরো জগতটাই দু’জন ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা : সাকিব

দোলা’কে মিস করছেন রুবেল হোসেন

দোলা’কে মিস করছেন রুবেল হোসেন

১৫ ফেব্রুয়ারি আইসিসির 'সিঙ্গলস ডে'!

১৫ ফেব্রুয়ারি আইসিসির 'সিঙ্গলস ডে'!