স্থগিত বা হস্তান্তর নয়, বাতিলের শঙ্কায় টোকিও অলিম্পিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০
স্থগিত বা হস্তান্তর নয়, বাতিলের শঙ্কায় টোকিও অলিম্পিক

চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। এ ভাইরাসের প্রাদুর্ভাবে শঙ্কায় পড়েছে টোকিও অলিম্পিকও। একই কারণে ইভেন্টটি স্থানান্তরের কথা শোনা গেলেও এবার বলা হচ্ছে ভিন্ন তথ্য। স্থগিত বা স্থানান্তর নয়, বাতিলই হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর টোকিও অলিম্পিক ২০২০।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, যদি করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসে তাহলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক গেমস।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, আইওসির জ্যেষ্ঠ কর্মকর্তা ডিক পাউন্ড বলেছেন, ‘যদি ভাইরাসটি বিপজ্জনকভাবেই থাকে, তাহলে অলিম্পিক সরাসরি বাতিলই করতে হবে।

কারণ হিসেবে তিনি জানান, অলিম্পিক আয়োজনের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। অ্যাথলেটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার, হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা -এসব ঠিক না হলে বাতিল করতে হবে।

জ্যেষ্ঠ এ কর্মকর্তা আরও জানান, তারা কিছুদিন পর্যবেক্ষণ করবেন। যদি সব ঠিকঠাক ব্যবস্থা করা সম্ভব হয়, তাহলেই শুধু খেলা হবে, না হলে আর কোন উপায় থাকবে না। তবে স্থগিত বা স্থানান্তরের কোন সুযোগ নেই।

চলতে বছরের ২৪ জুলাই টোকিওতে শুরু হওয়ার কথা অলিম্পিকের এ ইভেন্ট। যেখানে ১১ হাজারের মতো অ্যাথলেটের অংশ নেবেন। যার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মে মাসের শেষ পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। এর পরই আসলে জানা যাবে যে এবারের অলিম্পিকে ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীনের উহানে প্রথম দেখা দিলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’

অলিম্পিক বাতিলের খবর ‘গুজব’

চীনের ভাইরাস নিয়ে শঙ্কিত অলিম্পিক কমিটি

চীনের ভাইরাস নিয়ে শঙ্কিত অলিম্পিক কমিটি

২০২৮ অলিম্পিকে যুক্ত হতে পারে ক্রিকেট

২০২৮ অলিম্পিকে যুক্ত হতে পারে ক্রিকেট

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা