করোনা মোকাবেলায় পুরো মাসের বেতন দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০
করোনা মোকাবেলায় পুরো মাসের বেতন দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার একমাসের বেতন দান করেছেন। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ অনুদানের চেক গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ছাড়াও তার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতন প্রদান করছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগে ব্যক্তি উদ্যোগে তার নিউ এলাকায় ৫০ হাজার পরিবারে ত্রাণ দিয়েছেন

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, করোনাভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দেশের জনগণ ও অর্থনীতিকে করোনাভাইরাসে মহামারি সৃষ্ট সঙ্কট থেকে বাঁচাতে প্রায় এক লাখ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
sportsmail24প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছি। এটা শুধু আজকের জন্য নয়, আমাদের এখনকার যে সমস্যা সেটা সমাধান করা এবং আগামী ৩ অর্থবছর পর্যন্ত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা।

প্রাণঘাতি করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত (১৫ এপ্রিল) ১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। এছাড়া তাদের মধ্যে মারা গেছেন ৫০ জন এবং চিকিৎসাগ্রহণের পর ভালো হয়েছেন ৪৯। দেশব্যাপী এ ভাইরাস থেকে বাঁচতে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর