সাতক্ষীরায় আন্তঃজেলা চ্যাম্পিয়ন মহিলা ভলিবল দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা খেলাধুলা ও খেলোয়াড়দের উর্বর ভূমি। এ জেলার ছেলে-মেয়েরা দেশের বিভিন্ন খেলায় প্রতিনিধিত্ব করে।
বুধবার (২১ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে আন্তঃজেলা চ্যাম্পিয়ন মহিলা ভলিবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা আহবায়ক মোস্তাক আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, তাদেরকে আন্তরিকতার সঙ্গে তত্ত্বাবধান করলে দেশ পেরিয়ে বিদেশেও দেশের তথা এই জেলার সম্মান বয়ে নিয়ে আসবে। সাতক্ষীরারা মেয়েরা ভলিবলে আন্তঃজেলা চ্যাম্পিয়ন হয়ে ২৩ জুন থেকে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে মহিলা ভলিবলে প্রতিনিধিত্ব করবে। আশা করি তারা জাতীয় তথা বাংলাদেশ মহিলা ভলিবল চ্যাম্পিয়ন হবে। সে জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে।
চ্যাম্পিয়ন খেলোয়াড়েদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, তোমরা চিন্তা না করে খেলার প্রতি মনোনিবেশ করবে। বাকিটা আমরা দেখবো। তার জন্য যেটা প্রয়োজন জেলা প্রশাসন সেটা বহন করবে।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. জিল্লুর রহমান, টিম ম্যানেজার মো. ইসতিয়াক আহমেদ, কোচ মো. আবুল কালাম ফাতিমা পারভীনসহ চ্যাম্পিয়ন দলের সব খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল মোস্তাক আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস