রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলের আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। স্বাগতিক রাজশাহী জেলা দলকে ৮-০ গোলের লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের প্রায় প্রতিটি ম্যাচেই ছিল হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি। ফাইনাল ম্যাচও এর ব্যতিক্রম ছিল না।
ম্যাচের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা দল রাজশাহী জেলা দলের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে এবং নিয়মিত বিরতিতে গোল করে। নির্ধারিত সময় শেষে ৮-০ গোলে গিয়ে থামে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের ফুটবলাররা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের সোমা পারভিন হ্যাটট্রিকসহ একাই করেন ৪টি গোল। মনিরার পা থেকে আসে ২টি গোল। এছাড়া সুজিতা ও আফরিন ১টি করে গোল করেন।
চারদিকে শত শত দর্শনার্থীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করলেও শেষদিকে মুষলধারে বৃষ্টি নামলে ব্যাঘাত ঘটে পুরস্কার বিতরণে।
জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বিভাগের ৬টি দল নিয়ে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে শুরু হয়েছিল জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বে এ গ্রুপের খেলা। প্রতিযোগিতায় অন্য দলগুলো হলো- নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট।
ফাইনাল শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, সদস্য মো. সাইফুল ইসলাম কালু, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ওমেন্স কমিটির প্রতিনিধি মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম/রাজশাহী/আরএস