পিছিয়ে পড়েও বরিশালকে গোল বন্যায় ভাসালো ঢাকা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:২৪ এএম, ২০ এপ্রিল ২০১৯
পিছিয়ে পড়েও বরিশালকে গোল বন্যায় ভাসালো ঢাকা

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে গত বুধবার অনুষ্ঠিত অনুর্ধ-২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় রংপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ঢাকা বিভাগ। তবে শুক্রবার সেই দলের খেলোয়াড়েরা ঘুরে দাঁড়ায়ি গোল বন্যায় ভাসিয়েছে দিয়েছে বরিশাল বিভাগকে।

বরিশালের কাছে আগে গোল খেলেও তাদের জালে ৪ বার বল পাঠিয়েছে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

খেলা শুরু থেকেই ঢাকার খেলোয়াড়েরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে। প্রথমার্ধের ৪ মিনিটে বরিশালের উজ্জ্বল গোল করে দলকে এগিয়ে নেন । তার ২৬ মিনিট পর সংঘবদ্ধ আক্রমণ থেকে ঢাকার সবুজ গোল পরিশোধ করেন।

উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকেন। দর্শক শূন্য গ্যালারিতে জমে ওঠে খেলা। ৩৯ মিনিটে কর্নার কিক থেকে ঢাকা দলের জসিম সাইড ভলি মেরে গোল ব্যবধান (২-১) বাড়ান।

দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মাথায় ঢাকার আলামিন এবং একই দলের জসিম ৩৫ মিনিটে গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।খেলা পরিচালনা করেন শামীম আকবর খান।

হাফিজুল নিলু/নড়াইল


শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ নাইম ও ইয়াসির

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ নাইম ও ইয়াসির

ঢাকার কাছে রংপুরের হার

ঢাকার কাছে রংপুরের হার

দিনাজপুর ক্রিকেট দলকে জমকালো সংবর্ধনা

দিনাজপুর ক্রিকেট দলকে জমকালো সংবর্ধনা

কুড়িগ্রামে ৪০তম জাতীয় সাইক্লিন প্রতিযোগিতা শুরু

কুড়িগ্রামে ৪০তম জাতীয় সাইক্লিন প্রতিযোগিতা শুরু