ইমরুলকে বিশ্বকাপ দলে নিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ এপ্রিল ২০১৯
ইমরুলকে বিশ্বকাপ দলে নিতে মানববন্ধন

আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের।এর আগে নিউজিল্যান্ড সফরেও বাদ পড়েছিলেন তিনি, তবে পরে সুযোগ পেয়ে তিনি নিউজিল্যান্ডে গিয়ে হয়েছিলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তারপরেও তাকে কেনো দলে নেয়া হচ্ছে না এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সমর্থকদের মনে ।

এবার সামাজিক যোগযোগ মাধ্যমে নয়, সরাসরি রাস্তায় নামলো ইমরুলের ভক্তরা। ইমরুলকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে মেহেরপুরে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে ‘আমরা মেহেরপুর জেলা ক্রিকেট প্রেমী নাগরিক পরিষদের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন জাহিদ ইকবাল শিমন। এতে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাইদুর রহমান উজ্জ্বল, মিলন হোসেন, মাসুদ রানা, আরিফুল ইসলাম ডলারসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত নিউজিল্যান্ডের মাটিতে ২০১৭ সালে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমরুল কায়েস। সেই সিরিজে ইমরুল কায়েস ৩ ম্যাচ খেলে করেন ১১৯ রান, যেখানে তামিম ইকবাল ৩ ম্যাচ ব্যাট করে তুলেছিলেন ১১৫ রান। সাকিব আল হাসান ছিলেন তৃতীয়, ৩ ম্যাচে তার সংগ্রহ ছিল ৮৪ রান।


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ভিডিও বার্তা দিলেন ইমরুল কায়েস

এবার ভিডিও বার্তা দিলেন ইমরুল কায়েস

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত