ফারজানার হ্যাটট্রিক, জামালপুরকে ৪-০ গোলে হারালো শেরপুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:০২ এএম, ২৩ জুন ২০১৯
ফারজানার হ্যাটট্রিক, জামালপুরকে ৪-০ গোলে হারালো শেরপুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৯ ময়মনসিংহ ভেন্যুর উদ্বোধনী খেলায় জয় পেয়েছে শেরপুরের মেয়েরা। বুধবার বিকেলে ময়মনসিংহ ভাষাসৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শেরপুর জেলা দল ৪-০ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত হরে।

শেরপুরের পক্ষে ১০ নম্বর জার্সিধারী আক্রমণভাগের খেলোয়াড় ফারজানা পর পর ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং অপর গোলটি করেন ৩ নম্বর জার্সিধারী সাজমা বেগম।

শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল জানান, শেরপুর জেলা দলটি গঠন করা হয়েছে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা উচ্চ বিদ্যালয় ও মাটিফাটা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের নিয়ে। ফুটবল কোচ মজিবর রহমান, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন এবং স্কুল শিক্ষক রাসেলের তত্ত্বাবধানে গড়া নারী ফুটবল দলটির সুন্দর পাসিং ফুটবল খেলা দর্শকদের মন জয় করে।

তিনি বলেন, মাঠে উপস্থিত বাফুফের কোচ এবং কর্মকর্তারাও তাদের খেলার প্রশংসা করেছেন। আরও দু’টি গোল অফসাইডের অভিযোগে বাতিল করা না হলে জয়ের ব্যবধান বড় হতো। পক্ষান্তরে জামালপুরের মেয়েরা শেরপুরের গোলমুখে কোন আক্রমণই চালাতে পারেনি।

ময়মনসিংহ ভেন্যুতে ৭টি দল শেরপুর, জামালপুর, স্বাগতিক ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার মেয়েরা নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়য়নসিংহ ডিএফএ সভাপতি অধ্যাপক মুকুল, ডিএসএ কর্মকর্তা অ্যাডভোকেট ফারুক হোসেনসহ বাফুফে এবং শেরপুর ও জামালপুর জেলার ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা

পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ