ইতিহাস সৃষ্টি করলো শেরপুরের ক্রীড়াঙ্গন

হাকিম বাবুল হাকিম বাবুল প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০২৪
ইতিহাস সৃষ্টি করলো শেরপুরের ক্রীড়াঙ্গন

শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ- ২০২২-২৩। ওয়ানডে ফরম্যাটে শুরু হওয়া লিগে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুনের ফেস্টুন উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রঙিন পোষাক ও সাদা বলে ওয়ানডে ফরম্যাটে আসরটি অনুষ্ঠিত হবে। আসরে ৫টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলবে।

শেরপুরে এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), সবুজসেনা, নাবরুণ সংঘ এবং দিগন্ত ক্লাব।

শনিবার উদ্বোধনী খেলায় সাইকা এবং সবুজসেনা মুখোমুখি হয়েছে। প্রতি খেলায় শেরপুর রেডলাইন বাস সার্ভিসের পক্ষ ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএসএ সদস্য আব্দুর রশীদ তাপস, সাবেক ক্রিকেটার মামুনুর রশীদ পলাশ, মোতাহারুল শরাফ শিপন, রাকিব, মাসুদ সহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে প্রধান অতিথিসহ অতিথিরা পরিচিত হন।



শেয়ার করুন :