দলের শক্তি বাড়াতে সিলেটে দুই নতুন বিদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
দলের শক্তি বাড়াতে সিলেটে দুই নতুন বিদেশি

বিপিএল শুরুর আগে দলটিকে নিয়ে খুব বেশি আশা করা হচ্ছিল না। যেন দলটির উদ্দেশ্য ছিল বিপিএলের আগের আসরগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতা করা। তবে সব কিছু পাল্টে গেছে মাশরাফির যাদুর ছোঁয়ায়। যে ছোঁয়া এখন সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

বিপিএলের সবার আগে শেষ প্লে-অফ নিশ্চিত করেছে মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। এবার তাদের লক্ষ্য শিরোপা জয়। এ লক্ষ্যকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করলো ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অল-রাউন্ডার গুলবাদিন নাইবকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স।

দেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে এনে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছে সিলেট স্টাইকার্স। এর থেকে বদলে গেছে দলের সবকিছু। চলতি বিপিএলে সিলেটের স্ট্রাইকাররা এতটা কার্যকরী হবে তা কেউ আশা করেনি। এমনকি মাশরাফিও হয়তো এতটুকু জানতেন না।

শুরু থেকেই মাশরাফির দল বিপিএলের পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়ে আসছে। মঝে দুই পয়েন্ট পিছিয়ে পড়লেও আবারও শীর্ষ স্থানে দখলে নিয়েছে সিলেট।

সেই সিলেট তাদের শক্তি বাড়ানোর জন্য এবার দলে আরও দুই বিদেশিকে যুক্ত করেছে। আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন। সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি দুই বিদেশির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

গুলবাদিন নায়েব বিপিএল প্লেয়ার ড্রাফটে নির্বাচিত হন। এছাড়া ইরফান সরাসরি সিলেট ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন।

দলে নতুন দুই বিদেশি যুক্ত হওয়ার অবশ্য কারণও রয়েছে। আসন্ন পিএসএলে অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল শেষ হওয়ার আগে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পিসিবি। সেক্ষেত্রে দলের প্রধান দুই খেলোয়াড় মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে ছেড়ে দিতে হচ্ছে সিলেটকে।

ফলে দুই নতুন বিদেশি যুক্ত করে দলের ভারসাম্য ঠিক রাখছে সিলেট। এবার দেখা নতুন দুই বিদেশি কতটুকু দিতে পারে আসরের শিরোপা প্রত্যাশি দল সিলেটকে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিরল অপরাধের শাস্তি পেলেন মিজানুর ও হামজা

বিরল অপরাধের শাস্তি পেলেন মিজানুর ও হামজা

সবার আগে শেষ চারে সিলেট

সবার আগে শেষ চারে সিলেট

বরিশালকে হারিয়ে দিল ঢাকা

বরিশালকে হারিয়ে দিল ঢাকা

সিলেট থেকে স্বস্তি নিয়ে ফিরছে রংপুর

সিলেট থেকে স্বস্তি নিয়ে ফিরছে রংপুর