টস জিতে ‘ব্যতিক্রম’ সিদ্ধান্ত নিলো মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪
টস জিতে ‘ব্যতিক্রম’ সিদ্ধান্ত নিলো মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দশম আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চেলেঞ্জার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যা চলমান বিপিএলে প্রথম কোন ঘটনা। মাঠে গড়ানো ১২টি ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়করা।

একদিন বিরতি দিয়ে সিলেটে শুরু হওয়া মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ায় দুপুর দেড়টায়। তার আগে ১টার সময় অনুষ্ঠিত হয় টস। চলমান বিপিএলে সিলেটে এটি পঞ্চম ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে অনুষ্ঠিত চারটি ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট দলের দলনেতারা। তবে টস জিতের কাঙ্ক্ষিত ফল পায়নি তারা।

চারটি ম্যাচের সবগুলোতেই আগে ব্যাট করার দল জয় পেয়েছে। তবে এর উল্টো ছিল ঢাকার মিরপুরে। ঢাকার প্রথম পর্বে মিরপুরের উইকেটে অনুষ্ঠিত ৮টি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় পেয়েছে।

ঢাকার ধরাবাহিকতায় সিলেট পর্বেও প্রথম দুই দিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়করা। তবে ম্যাচে কাঙ্ক্ষিত ফল না আসায় এবার ভিন্ন সিদ্ধান্ত নিলেন মাশরাফি। চলমান বিপিএলে প্রথম কোন দল হিসেবে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলমান বিপিএলে ভালো অবস্থানে নেই গতবারের রানাসআপ দল সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচের আগে খেলা তিনটিতেই হারের স্বাদি নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মাশরাফির দল সিলেট। সর্বশেষ সিলেটে নিজেদের দর্শকদের সামনেও হারের লজ্জা পেতে হয়েছে। তবে এবার সিদ্ধান্ত পাল্টে জয় পেতে চাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেটের এটি চতুর্থ ম্যাচ হলেও চট্টগ্রামের পঞ্চম। এর আগে খেলা চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বন্দন নগরীর এ দলটি।

সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সামিত প্যাটেল, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, দুশান হেমন্থ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিশকা ফার্নান্ডো, তানজিদ হাসান, শুভাগত হোম (অধিনায়ক), শাহাদাত হোসেন, নজিবুল্লাহ জাদরান, সৈকত আলি, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসাইন, বিলাল খান।


শেয়ার করুন :