কুমিল্লার দলে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লার দলে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন

ছবি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত ৯ আসরের মধ্যে চারবারের চ্যাম্পিয়ন দলটি চলমান দশম আসরেও একমাত্র লক্ষ্য শিরোপা জয় করা। সেই লক্ষ্যে এবার ওয়েস্ট ইন্ডিজের তারকা দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে যুক্ত করলো কুমিল্লা।

বর্তমান চ্যাম্পিয়ন দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকে দলে রাখলেও এবার আর নেতৃত্ব দেওয়া হয়নি।

লিটনের নেতৃত্বে বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিটি হার দিয়ে এবারের আসর শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়ায় কুমিল্লা। টানা দুই জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে আবারও হারের স্বাদ পেয়েছিল তারা। এরপর টানা পঞ্চম জয় তুলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিপিএলের দশম আসরে শুরু থেকেই বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ থাকায় বিদেশিদের ছেড়ে দিতে হয়েছে। যার মধ্যে অন্যতম ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

তবে বসে থাকার দল নয় কুমিল্লা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটের দুই ফেরিওয়ালাকে দলে ভিড়িয়েছে তারা। ক্যারিবিয়ান দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারনের সাথে চুক্তি করেছে কুমিল্লা। ইতিমধ্যে দুজনই কুমিল্লার দলের সাথে যোগ দিয়েছেন।

আন্দ্রে রাসেল ও সুনীল নারিন টিমের সাথে যুক্ত হওয়ার তথ্যটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বলা হয়, “কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে চট্টগ্রামে টিম হোটেলে দলের সাথে যুক্ত হয়েছেন সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল।”

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। টেবিলের তলানিতে থাকা ঢাকা ইতিমধ্যে আসর থেকে ছিটকে গেছে, এমনটি ‍কুমিল্লার বিপক্ষের ম্যাচটিই চলমান আসরের তাদের শেষ লড়াই।

তবে ঢাকার বিপক্ষে কুমিল্লার ম্যাচটি শেষ চারে পা রাখার লড়াই। এ ম্যাচ জয় পেলেই কোয়ালিফায়ার নিশ্চিত করবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি। ফলে সবকিছু ঠিক থাকলে আজকের ম্যাচেই আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে দেখা যেতে পারে।


শেয়ার করুন :