ক্রিকেটে প্রথম ‌‘লাল কাড’, মাঠ ছাড়লেন নারিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০২৩
ক্রিকেটে প্রথম ‌‘লাল কাড’, মাঠ ছাড়লেন নারিন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ‘লাল কার্ড’র প্রচলন চালু করা হয়েছে। আসরের ১২তম ম্যাচে এসে প্রথমবারের মতো সেটি প্রয়োগ করলেন আম্পায়ার। প্রথম ক্রিকেট দল হিসেবে ‌‘লাল কার্ড’ দেখলো ত্রিনবাগো নাইট রাইডার্স। অধিনায়ক কাইরেন পোলার্ডের সিদ্ধান্তে মাঠের বাইরে যান সুনীল নারিন।

রোববার (২৭ আগস্ট) রাতে সিপিএলের ১২তম ম্যাটে এ ঘটনা ঘটে। আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমেছিল ত্রিনাবাগো নাইট রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাইডার্স।

ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার-রেটের কারণে একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে যেতে বলেন আম্পায়ার। মাঠের বাহিরে কে যাবে, তা দলের ক্যাপ্টেন পোলার্ড নারিনকে মাঠের বাইরে যেতে বলেন।

আইসিসি নিয়ম অনুযাী নির্ধারিত সময়ে সব ওভার শেষ করতে না পারলে আন্তর্জাতিক দলগুলোর জন্য জরিমানা করা হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ অপরাধে পয়েন্ট কাটারও নিয়ম রয়েছে। তবে সিপিএল এবার ভিন্ন পথে হেঁটেছে।

নিয়ম অনুযায়ী প্রতিটি ইনিংস ৮৫ মিনিটে শেষ করতে হবে। তা না হলে বোলিং করা দলকে শাস্তির মুখে পড়তে হবে। ম্যাচে ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটে, ১৮তম ওভার ৭৬ মিনিট ৩০ সেকেন্ডে এবং ১৯তম ওভার শেষ হরার নিয়ম রয়েছে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডে। তবে িসিট করতে পারেনি রাইডার্স।

লাল কার্ড দেখে একজন কম নিয়ে খেললেও ম্যাচ হারতে হয়নি রাইডার্সের। পরে ব্যাট করে ৬ উইকেটে জিতে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে তোলে ১৭৮ রান করেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস। জবাবে নিকোলাস পুরানের ৩২ বলে ৬১, পোলার্ডের ১৬ বলে ৩৭ ও আন্দ্রে রাসেলের ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলা ত্রিনবাগো নাইট রাইডার্সের এটাই প্রথম জয়। এ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।


শেয়ার করুন :