ওয়ার্নারকে হারিয়ে জেসন রয়কে আনছে সিলেট সিক্সার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯
ওয়ার্নারকে হারিয়ে জেসন রয়কে আনছে সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসরের মাঝপথে দেশের ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও সিলেট সিক্সার্সের দলপতি ডেভিড ওয়ার্নার। কনুই’র ইনজুরির কারণে তিনি দেশে ফিরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে সিলেট সিক্সার্স। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেলেও বাকি তিনটি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে। পাঁচ ইনিংসে ওয়ার্নার স্কোর ছিল- ১৪, ৫৯, ৭, ০ ও ৬১*। দেশে ফেরার আগে আগামী দুটি ম্যাচে খেললেও দলে অধিনায়কের এমন চলে যাওয়া দলের জন্য অবশ্যই ক্ষতিকর।

তবে দলের এ বড়সড় ধাক্কা সামলাতে বসে নেই সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। ডেভিড ওয়ার্নার চলে যাওয়ায় ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনছে দলটি।

ইংলিশ কাউন্টি ক্লাব সারের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, বৃহস্পতিবার রাতেই ঢাকার বিমান ধরছেন জেসন।

আপাতত গ্রুপ পর্বের ম্যাচ পর্যন্ত খেলার চুক্তি হয়েছে তার সঙ্গে। তবে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালে উঠলে তার ভিত্তিতে চুক্তি নবায়ন করবে দলটি।

জেসন রয় এবারই প্রথম বিপিএলে খেলবেন তা নয়। এর আগে চিটাগং কিংসের হয়ে খেলেছেন। এছাড়াও আইপিএল, পিএসএল, বিগ ব্যাশেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সব মিলিয়ে ১৮৮টি টি-২০ ম্যাচ খেলেছেন, রান করেছেন ৪ হাজার ৮১৫টি।

এদিকে ২১ জানুয়ারি (সোমবার) দেশে ফিরবেন ওয়ার্নার। তার আগে ১৮ও ১৯ জানুয়ারি সিলেট সিক্সার্সের আছে টানা দুই ম্যাচ। ১৮ জানুয়ারি দুপুরে ঢাকা ডায়নামাইটস ও ১৯ জানুয়ারি দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজ মাঠে নামবে সিলেট। দুটি ম্যাচেই খেলার কথা রয়েছে ওয়ার্নারের।

এর আগে গত সপ্তাহে কনুইয়ের ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ইতোমধ্যে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’

বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’