হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিতে রেকর্ড ৩৪৯ রান করেছিলেন ইমরুল কায়েস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজে প্রথম দুই ম্যাচে করেন মোটে চার রান। তৃতীয় ওয়ানডেতে জায়গা হারান একাদশে। এবার আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড থেকেই বাদ পড়েছেন ইমরুল কায়েস।

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সেঞ্চুরি করার পরও কেন বাদ পড়লেন তিনি? এ বিষয়ে কোন হিসেব মিলাতে পারবেন না কায়েস। সোমবার খুলনার বিপক্ষে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ২১ বলে ৩৯ রান করেন। ম্যাচ শেষে আসেন সংবাদ সম্মেলনে। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পাওয়ায় চাপা ক্ষোভটা একটু হলেও প্রকাশ পায় সংবাদ সম্মেলনে । কায়েস নির্বাচকদের দিকে ছুঁড়েও দেন প্রশ্ন।

“কোথায় উন্নতি করতে হবে এই ব্যাপারটা যদি পরিষ্কার করে তাহলে আমি ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। আমার মনে হয়, আমি কেন থাকছি না বা কেন দলে নাই এই ব্যাপারটা পরিষ্কার হওয়া আমার জন্য খুব দরকার। আমি নিজেও জানি না কেন আমি নাই। হয়তো টিম কম্বিনেশনের কারণে আমি নাই, হয়তো চিন্তা করেছে একই পজিশনে (অনেক ব্যাটসম্যান আছে তাই) আমাকে দরকার নাই। তার জন্য হয়তো আমি তাদের মাথায় নাই।”

১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইমরুল এখনও দলে জায়গা পাকা করতে পারেননি। বাদ পড়ার সময় কখনও তাকে বলা হয় না ঠিক কি কারণে তিনি নেই। এই সংস্কৃতির পরিবর্তন চান ইমরুল। জানতে চান ঠিক কী কারণে তাকে বাদ দেওয়া হলো।

“গত দশ বছর ধরে তো এভাবেই খেলে আসছি। খেলতে হচ্ছে। আমি নিজেও জানি না যে, একটা সিরিজে ভালো খেলার পরও পরের সিরিজে খেলতে পারব কি না। আমি ওভাবেই মানসিকভাবে তৈরি থাকি। যখনই সুযোগ পাই জাতীয় দলে খেলার জন্য, ভালো করার চেষ্টা করি।”


শেয়ার করুন :


আরও পড়ুন

ইমরুলকে তামিমের বার্তা

ইমরুলকে তামিমের বার্তা

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

খুলনাকে ৮০ রানে হারালো কুমিল্লা

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ