বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯
বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে সিলেট সিক্সার্সের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। সংশয় ছিল দলটির মালিকানা নিয়েও। তবে আশার খবর হলো- আসন্ন বিপিএলে থাকছে সিলেট সিক্সার্স।

শনিবার (২৪ আগস্ট) বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। জানা গেছে, বকেয়া টাকা পরিশোধ করে ফিরে আসছে সিলেট সিক্সার্স

কয়েক দিন ধরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মালিকপক্ষকে জানানো হচ্ছে আসন্ন বিপিএলের নতুন নিয়মকানুন নিয়ে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিকদের মতামতও শুনেছে বিসিবি।

তারই ধারাবাহিকতায় শনিবার সিলেট সিক্সার্সের সঙ্গে আলোচনায় বসে বিসিবি। বৈঠকে অংশ নিতে মিরপুর শেরে বাংলায় আসেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেটের প্রধান পৃষ্ঠপোষক আবুল মাল আবদুল মুহিত এবং প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।

বৈঠক শেষে নিজেদের সমস্যা সমাধানের কথা জানানোর সঙ্গে বেশ কয়েকটি দাবিও সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে সিলেট সিক্সার্স।

সিলেটের সঙ্গে মূল সমস্যা ছিল বিপিএলের অংশগ্রহণ ফি নিয়ে। টুর্নামেন্টের আগে মোট ফির ৭০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮০ লাখ টাকা দিতে হয় বিপিএল গভর্নিং কাউন্সিলকে। সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে সব পরিশোধ করে বিপিএলে খেলছে দলটি।

প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেন, বকেয়া নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যে সমস্যাটা ছিল, সেটার নিষ্পত্তি হয়েছে। আশা করি, পরবর্তী আসরে আমরা অংশ নেব এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

বিপিএলের ওপেনিং ৩ ডিসেম্বর

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

বিপিএলে নতুন নিয়ম চান না নাফিসা কামাল

বিপিএলে নতুন নিয়ম চান না নাফিসা কামাল

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে