বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৯
বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর

বিপিএলের এবারের ৭ম আসর অনুষ্ঠিত হবে একদম নতুন ফরম্যাটে। পুরো বিপিএলের আয়োজন, ব্যবস্থাপনা, দল -সবই করবে বিসিবি। থাকবে না কোন ফ্রাঞ্চাইজি। বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এবারের এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

বিপিএল নিয়ে বিসিবির তোড়জোড় শুরু হয়ে গেছে। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। সে লক্ষ্যেই কাজ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বৃহস্পতিবার বিকেল মিডিয়ার মুখোমুখি হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

মূলত তখন থেকেই বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিসিবি সভাপতি জানিয়েছেন, এবার বিপিএলে খেলার জন্য প্রচুর পরিমাণ বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৩৯৩ জন বিদেশি ক্রিকেটার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

এদিকে বিপিএলের ৭ম আসর শুরুর নির্ধারিত সময় ৬ ডিসেম্বরই থাকছে। তারিখ পরিবর্তের গুঞ্জণ উঠলেও তা সত্য নয়। এ বিষয়ে পাপন বলেন, বিপিএল শুরুর তারিখ আপাতত পরিবর্তনের চিন্তাভাবনা নেই। ৬ ডিসেম্বরকেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ধরে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

৬ ডিসেম্বরেই শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

‘বঙ্গবন্ধু বিপিএল’ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

‘বঙ্গবন্ধু বিপিএল’ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বিপিএলে থাকছে না ফ্র্যাঞ্চাইজি, নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে